১. পড়াশোনা না চাকরি?
- পড়াশোনা ।
.
২. ফেসবুকিং ছাড়া কি করো?
- প্রোগ্রামিং করি, বই পড়ি, ক্রিকেট খেলা দেখি, গান গাই...
.
৩. বর্তমান ক্রাশের নাম কি?
- ক্রাশ থাকবে চৌদ্দ বছর বয়সের নিব্বা নিব্বির। আমার বয়স তার বেশি...
.
৪. হারিকেনের আলোয় পড়েছো?
- সোডিয়াম আলোর নিচে পড়েছি।
.
৫. কোনটা বেশি প্রয়োজনীয়?
- সুখ এবং শান্তি।
.
৬. আইসক্রিম কামড়ে খেয়েছো?
- চুষে চুষে খাওয়া আমার বেশি পছন্দ।
.
৭. হাসপাতালের মর্গে গিয়েছিলে?
- এই বয়সে বোটানিক্যাল গার্ডেনে যাবো। মর্গে কেন যাবো?
.
৮. পুলিশি ঝামেলায় কখনো পড়েছিলে?
- না। আমি যে কোন প্রকার ঝামেলা এড়িয়ে চলি।
.
৯. কখনো প্রেমপত্র লিখেছো?
- প্রেমপত্র লিখার মত সময় এবং ফ্যান্টাসি কখনো হয়নি।
.
১০. রাতে কবরস্থানে গিয়েছো?
- জোছনার আলোর নিচে প্রিয় দাদা কে কবর দিতে গিয়েছিলাম।
.
১১. আঙুলের নখ কামড়াও?
- কামড়ানোর জন্য ঝুলিতে অন্য কিছু আছে, নখ কেন?
.
১২. ভূত দেখেছো?
- প্রতিটি মানুষ নিজেই একজন ভুত। আর নিজেকে তো দেখাই হয়।
.
১৩. জীবনের শেষ ইচ্ছা কি?
- পরিপূর্ণতা।
.
১৪. একপাক্ষিক ভালোবেসেছো?
- একপাক্ষিক মোহ ছিল। ভালোবাসাতে গড়ায় নি...
.
১৫. প্রথম চুমু কখন খেয়েছিলে?
- ছোটবেলায়। স্কুলে হট আন্টিদের প্রায়ই চুমু খেতাম...
.
১৬. একজনকে নিতে বললে কাকে নিবে?
- নিজেকে। কারণ, নিজের উপর ভরসা টা অন্য কারো চাইতে বেশি।
.
১৭. প্রিয় রঙ কি?
- সাদা। এই রঙটি সবসময় নিজেকে সহজ, সরল এবং সৎ হিসেবে তুলে ধরার প্রচেষ্টায় থাকে।
.
১৮. ভালোবাসো কাউকে?
- সবার আগে নিজেকে। তারপর সবাইকে...
.
১৯. কি পড়তে বেশি ভালো লাগে?
- নিজের এলোমেলো ভাবনাগুলোকে গুছিয়ে পড়তে...
.
২০. বুদ্ধিমান হওয়ার জন্য কি প্রয়োজন?
- প্রথমত একটি সুস্থ মন, দ্বিতীয়ত প্রচুর পড়াশোনা।
.
২১. জীবনের লক্ষ্য কি?
- ব্যস্ত থাকবো। টাকা কামাবো। সুখে থাকবো...
.
২২. কার বই সবচেয়ে বেশি পড়ো?
- যখন যার বই পাই। রিসেন্টলি, হারুকি মুরাকামি'র বই বেশি পড়ছি।
.
২৩. আয়নায় নিজেকে দেখে কি ভাবো?
- ভুল করে ভুল জায়গায় ভুল সময়ে ভুলক্রমে জন্মানো ভুল হয়েছে।
.
২৪. ফেসবুকে কাকে সবচেয়ে বেশি পছন্দ?
- সবাইকে। আমি সকলকেই সমপরিমাণে সম্মান করি...
.
২৫. এখন পর্যন্ত এক্স কতটা?
- A থেকে Z পর্যন্ত পড়া শিখেছি। XYZ এ আটকাতে শিখিনি।
.
২৬. ছ্যাকা খেয়েছেন নাকি দিয়েছেন?
- খেতে হলে অন্য কিছু খাবো। আর কাউকে দিতে হলে ভালোবাসা দিবো, ছ্যাকা না।
.
২৭. ইনবক্সে কোন কথাটি বেশি শুনো?
-ভাইয়া একটা হেল্প লাগবে।
Post a Comment