তুমি কতবার আঘাত পেয়েছো সেটা বড় কথা নয়; বরং তুমি কতবার আঘাতের পর নিজেকে সামলে নিয়ে এগিয়ে যাওয়ার ইচ্ছেকে ঠিক রাখতে পেরেছো; এগিয়ে যাওয়ার জন্য কাজ করতে পেরেছো; সেটাই বড় কথা!
জীবনে চলার পথে তুমি অনেক আঘাত পেতে পারো! তোমার লক্ষ্য থেকে বিচ্যুত করার অনেক প্রতিবন্ধকতা কিংবা দুঃসহ পরিস্থিতিরও মুখোমুখি দাঁড়াতে হতে পারে। হোক সেটা দূরের কিংবা খুব কাছের কারোর কাছ থেকে! হতে পারে সেটা বড় কিংবা ছোট। তবে নিজের লক্ষ্যকে অটল-অবিচল রেখেই সামনে এগিয়ে যাওয়ার তীব্র দৃঢ় ইচ্ছাশক্তি থাকাটাই বড় কথা! বড় সাফল্য পেতে চাইলে বড় ইচ্ছেশক্তির বিকল্প নেই।
মনে রেখো, মানুষ কিন্তু তার সবচেয়ে কাছের কিংবা সবচেয়ে প্রিয় মানুষগুলোর কাছ থেকেই বেশি আঘাত পেয়ে থাকে। তাই বলে তুমি ভেঙ্গে পড়ো না; কিংবা নিজের স্বপ্ন থেকে নিজেকে গুটিয়ে ফেলো না! ভুলে যেয়ো না নিজের স্বপ্নকে। বরং, সাহস নিয়ে এসব মোকাবেলা করার জন্য নিজেকে প্রস্তুত রাখার চেষ্টা কর সবসময়। আমি বলি, আঘাত মানুষকে তার ভিতরে লুকিয়ে থাকা সুপ্ত সম্ভাবনাকে জাগিয়ে তুলতে সবচেয়ে বেশি সাহায্য করে। তাই আঘাতকে নয়; বরং নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে যাওয়ার সম্ভাবনাকে ভয় করো! কেউ তোমাকে আঘাত করলে তুমিও তাকে তার মতো করে প্রত্যাঘাত করতে যেয়ো না! মনে রাখবে, আঘাতের প্রত্যাঘাত কেবল বোকারাই করে থাকে! আর জ্ঞানীরা এমন আঘাতের ১০০ গুণ বেশি প্রত্যাঘাত করার মতো নিজেকে যোগ্য করে তুলে দেখিয়ে দেয়!
Post a Comment