২০৬০ সাল। 


- আচ্ছা দাদি, দাদুর সাথে তোমার কিভাবে পরিচয় হয়েছিল? 

- দেশে তখন করোনা। চারিদিকে লক ডাউন চলছে। মানুষ আলাদীনের কার্পেটে করে আকাশে ঘুরে বেড়াচ্ছে। আমিও কার্পেটে চড়ে একটু উড়তে বের হয়েছি। মেঘের কারণে সামনে কিছু দেখতে পাচ্ছিলাম না। হুট করে আরেক কার্পেটওয়ালার সাথে মুখোমুখি সংঘর্ষ। তারপর আমরা পড়ে গেলাম। 

- মাটিতে পড়ে গেলে? 

- না, প্রেমে পড়ে গেলাম।

Post a Comment