এই ভালবাসার কী কোনো তুলনা আছে?
মাস শেষে বেতন পেয়ে লোকটি ছেঁড়া জুতার দিকে তাকিয়ে এক জোড়া ভালো জুতা কেনার চিন্তা করলো। হঠাত তার স্ত্রীর কল, “ছেলের বায়না করা স্মার্টফোনটা কি এবার কিনে দিতে পারবে?” অতঃপর মুচির কাছে জুতা সেলাই করে হাসিমুখে ছেলের স্মার্টফোনটা কিনেই সে বাসায় ফিরলো।
Post a Comment